Khoborerchokh logo

রাজবাড়ীতে ক‌রোনাভাইরাস নি‌য়ে তর্কাত‌র্কির জে‌রে দুই প‌ক্ষের সংঘ‌র্ষে নিহত ১ আহত১০ 59 0

Khoborerchokh logo

রাজবাড়ীতে ক‌রোনাভাইরাস নি‌য়ে তর্কাত‌র্কির জে‌রে দুই প‌ক্ষের সংঘ‌র্ষে নিহত ১ আহত১০

 জামাল লস্কর 
 করোনাভাইরাস নিয়ে তর্কের জেরে রাজবাড়ীর সদরে দুই গ্রুপের সংঘর্ষে লাবলু মোল্যা নামে এক কৃষক নিহত হয়েছে। শনিবার সকালে, উপজেলার বরাট ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে।  এ সময় আহত হয়েছেন অন্তত ১০জন।  
পুলিশ জানায়, করোনাভাইরাস নিয়ে স্থানীয় ডাক্তার খালেকের সঙ্গে নিহত লাবলু মোল্যার ভাইয়ের কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়। সেই ঘটনার জেরে আজ সকালে পুনরায় সংঘর্ষ হলে লাবলু মোল্যা আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত ডাক্তার  তাকে মৃত্যু ঘোষনা করেন ।  এই মহু্রতেএলাকায় থমথমে ভাব বিরাজ করছে ।
এ ঘটনায় খালেক ডাক্তার গ্রুপের ৫জনকে আটক করা হয়েছে।  নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এমন তথ্য থানা সুত্রে জানা যায় ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com